জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখান করে আজই নির্বাচনের দাবিতে অবস্থান করছেন নারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সমানে অবস্থান নিয়ে এ দাবি জানান তারা।

বিক্ষোভে অংশ নেওয়া একাধিক নারী শিক্ষার্থী অভিযোগ করেন, সকালে বেগম জিয়ার মৃত্যুর সংবাদ নিয়ে সিন্ডিকেট সভা ডাকা হয়। এ সময় একজন শিক্ষক উপাচার্যকে নির্বাচন না করার হুমকি দিয়ে বেরিয়ে আসেন। এরপরই শুরু হয় নাটক। যার ফলে জকসু নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে এক নারী শিক্ষার্থী বলেন, সকাল থেকে অনেক দূর থেকে শিক্ষার্থীরা তাদের বহুল কাঙ্ক্ষিত জকসু নির্বাচনে ভোট দিতে এসেছেন। কিন্তু শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করতে এই নির্বাচন বানচাল করা হয়েছে।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, প্রশাসনের সিদ্ধান্তে শিক্ষার্থীদের মতামত ও স্বার্থ উপেক্ষিত হচ্ছে। এতে ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন তারা।

এর আগে সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে ডাকা সিন্ডিকেট সভা শেষে জকসু নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘোষণার পরপরই ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। পরে তারা ভিসি ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।

এমএল/এমএন