বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাবিতে তিন দিনের শোক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ এবং অধিভুক্ত সকল কলেজ ও ইনস্টিটিউট কেন্দ্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদর্শনের লক্ষ্যে তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ৩ দিনের শোক ঘোষণা করায় আজ মঙ্গলবার অপরাহ্নের এবং বুধবার ও বৃহস্পতিবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও অধিভুক্ত কলেজ এবং ইনস্টিটিউট কেন্দ্রের সকল পরীক্ষা স্থগিত থাকবে।”
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে যথাসময়ে ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞাপন
এসএআর/এনএফ