চবির ভর্তি পরীক্ষা শুরু আজ, এক আসনে লড়বেন ৫৬ জন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (২ জানুয়ারি) বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের মধ্য দিয়ে শুরু হচ্ছে। সকাল ১১টা ১৫ মিনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১২টা ১৫ মিনিটে।
এবারের ভর্তি পরীক্ষায় ৪টি ইউনিট ও ৩টি উপ-ইউনিটে মোট ৪ হাজার ১৬৫টি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন ২ লাখ ৩৩ হাজার ৩২৭ শিক্ষার্থী। অর্থাৎ এক আসনের বিপরীতে লড়ছেন ৫৬ জন।
বিজ্ঞাপন
সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে। এখানে ১ হাজার ৯৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৭ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী। আর সবচেয়ে কম শিক্ষার্থী আবেদন করছে শিক্ষা অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ নিয়ে গঠিত ‘ডি-১’ উপইউনিটে। এই ইউনিটে ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ হাজার ৪২১ জন শিক্ষার্থী।
এ বছরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। সেগুলো হলো— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বিজ্ঞাপন
সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। বেলা ১১টায় ওএমআর শিট দেওয়া হবে। বেলা ১১টা ১৫ মিনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ১২টা ১৫ মিনিটে।
এ ছাড়া ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট ও ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে ৫ জানুয়ারি ‘ডি-১’, ৭ জানুয়ারি ‘বি-১’ ও ৮ জানুয়ারি ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আতিকুর রহমান/এমজে