চবির এ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯১ শতাংশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় মোট উপস্থিতি ৯১ দশমিক ১৪ শতাংশ। অনুপস্থিতির হার ৮ দশমিক ৮৬ শতাংশ।
শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টা ১৫ মিনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টা ১৫ মিনিটে।
বিজ্ঞাপন
৯১ শতাংশ শিক্ষার্থীর উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন এ ইউনিটের কো-অরডিনেটর ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম কিবরিয়া।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপস্থিতি ৯১ দশমিক ১৪ শতাংশ। তবে ঠিক কতজন শিক্ষার্থী উপস্থিত বা অনুপস্থিত ছিলেন, তা তিনি জানাননি।
এ বছরের ভর্তি পরীক্ষায় ৪টি ইউনিট ও ৩টি উপ-ইউনিটে মোট ৪ হাজার ১৬৫টি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন ২ লাখ ৩৩ হাজার ৩২৭ শিক্ষার্থী। এক আসনের বিপরীতে লড়ছেন ৫৬ জন।
আতিকুর রহমান/এমজে