জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে দীর্ঘ প্রতীক্ষিত ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে উৎসবমুখর পরিবেশের মধ্যেও কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতিতে ধীরগতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে বিজ্ঞান অনুষদের ফার্মেসি বিভাগের একটি কেন্দ্রে ভোটগ্রহণের প্রথম এক ঘণ্টায় মাত্র ৯টি ভোট কাস্ট হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স বিল্ডিংয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ কেন্দ্রে এমন চিত্র দেখা গেছে। সকাল ৯টায় ভোট শুরু হয়ে সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত ওই কেন্দ্রে ভোটারদের তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি।

কেন্দ্রের প্রধান রিটার্নিং অফিসার ও ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার ব্যাপারী বলেন, ‘আমাদের এ কেন্দ্রে ভোটার সংখ্যা কম। এক ঘণ্টায় ৯টি ভোট কাস্ট হয়েছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। আশা করি এ ধরনের পরিবেশ অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে অন্যান্য কেন্দ্রের সামনে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

এবারের নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ছাড়া একটি হল সংসদে ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী ভোট দেবেন। নিয়ম অনুযায়ী, বিকেল ৩টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।

জকসুর কেন্দ্রীয় সংসদে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র, শিক্ষা ও গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশসহ বিভিন্ন সম্পাদকীয় পদ এবং সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিপুল সংখ্যক প্রার্থী। অন্যদিকে, ছাত্রী হল সংসদে ভিপি, জিএস, এজিএসসহ ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাথমিক তালিকা আগেই প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যায়, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র পদে ৪ জন, শিক্ষা ও গবেষণা পদে ৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৫ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৪ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, ক্রীড়া সম্পাদক পদে ৭ জন, পরিবহন সম্পাদক পদে ৪ জন , সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১০ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ৭ জন এবং সদস্য পদে ৭ জনের বিপরীতে ৫৭ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।

‎ছাত্রী হলে ১৩ পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৩ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, সংস্কৃতি সম্পাদক পদে ৪ জন, পাঠাগার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, সমাজ সেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে ৩ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদকে ৪ জন এবং ৪টি সদস্য পদের বিপরীতে ৮ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে হল সংসদে।

সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

জকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সতর্কতা লক্ষ্য করা গেছে। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে রাত থেকেই গেটগুলোতে বিশেষ পাহারা বসানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউটস ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরাও দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিচয়পত্র ও বিশেষ কার্ড দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছেন।

এমএল/এসএআর/বিআরইউ