জকসু নির্বাচন
দুই ঘণ্টা ধরে ভোট গণনা স্থগিত, প্রার্থীদের সঙ্গে চলছে বৈঠক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা টেকনিক্যাল কারণ দেখিয়ে দুই ঘণ্টা ধরে স্থগিত করে রাখা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে ভোট গণনা স্থগিত করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা ভোট গণনার জন্য দুটি কোম্পানি থেকে মোট ৬টি মেশিন নিয়ে আসি। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা এই মুহূর্তে ভোট গণনা স্থগিত করেছি। আমরা এখন কেন্দ্রীয় সংসদের সব ভিপি-জিএস প্রার্থীর সঙ্গে আলোচনা করব। এরপর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। কিন্তু প্রার্থীদের সঙ্গে আলোচনার দুই ঘণ্টা অতিবাহিত হলেও ভোট গণনার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিশন।
বিজ্ঞাপন
এর আগে বিকেল ৩টায় ভোট গ্রহণ শেষ হলেও ৩৯ কেন্দ্র থেকে ব্যালট বাক্স কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আসে বিকেল ৫টায়। মাগরিবের নামাজের পর ভোট গণনা শুরু করলে দুই মেশিনে আলাদা আলাদা ফলাফল দেখায়। গত তিন ঘণ্টায়ও এর সমাধান করা সম্ভব হয়নি। শেষে ভোট গণনা স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
এর আগে গত ৪ জানুয়ারি সন্ধ্যায় নির্বাচন কমিশনের উদ্যোগে সব প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীদের নিয়ে মক ভোটের আয়োজন করা হয়। মক ভোট শেষে মেশিনে ভোট গণনার পক্ষে সব প্রার্থী লিখিত মতামত দেন। সেখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস খাদিজাতুল কোবরা ও এজিএস আতিকুর রহমান তানজিল উপস্থিত থেকে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই সিদ্ধান্তে স্বাক্ষর করেন।
তবে ভোটের আগের দিন রোববার (৫ জানুয়ারি) ছাত্রদল সমর্থিত প্যানেল ম্যানুয়ালি ভোট গণনা দাবি জানায়।
এমএল/এসএসএইচ