মগবাজার বিস্ফোরণে আহত ঢাবি শিক্ষার্থী যা বললেন
রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। ওই শিক্ষার্থীর নাম আবদুর রহমান শিবলী।
তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী।
বিজ্ঞাপন
রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজন নিহত এবং অসংখ্য আহতের ঘটনা ঘটে। বিস্ফোরণে ১২টি বাণিজ্যিক ভবন ও দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তিনটি যাত্রীবাহী বাস পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ঢাবি শিক্ষার্থী বিস্ফোরণের সময় একটি বাসে ছিলেন।
আহত শিক্ষার্থীর বন্ধুরা জানায়, তার গায়ে কাঁচের টুকরা পড়ে জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সে মোটামুটি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে তার সহপাঠীরা।
বিজ্ঞাপন
এ বিষয়ে আবদুর রহমান শিবলী বলেন, ঘটনার সময় বাসে ছিলাম। পিঠে হাতে ও মাথায় কাঁচের আঘাত লাগছে, পরে রক্তাক্ত অবস্থায় দৌঁড়ে মগবাজার কমিউনিটি মেডিকেল যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আমাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চেকাপ শেষে পাঁচটি ইনজেকশন ও মেডিসিন দিয়ে আমাকে রিলিজ করে দেয়া হয়। এখন বাসায় রেস্ট নিচ্ছি।
এইচআর/ওএফ