বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক জামাল ও সম্পাদক রেজাউল করিম
বাংলাদেশ ইতিহাস সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সভাপতি হিসেবে অধ্যাপক ড. আহমেদ আব্দুল্লাহ জামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ড. এস এম রেজাউল করিম নির্বাচিত হয়েছেন।
গত ৯ ও ১০ জানুয়ারি রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে অনুষ্ঠিত সমিতির ২১তম দ্বি-বার্ষিক সম্মেলনে এই নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনের শেষ দিন শনিবার (১০ জানুয়ারি) কার্য অধিবেশনে সর্বসম্মতিক্রমে নতুন এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ ইতিহাস সমিতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। তিনি জাতীয় উন্নয়ন ও গবেষণার ক্ষেত্রে ইতিহাসচর্চার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।
দুই দিনব্যাপী এই সম্মেলনে চারটি পৃথক অধিবেশনে রাজনীতি, অর্থনীতি, পরিবেশ, সমাজ ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে মোট ৫৪টি গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করেন দেশি-বিদেশি গবেষকরা।
বিজ্ঞাপন
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক আহমেদ আব্দুল্লাহ জামাল বর্তমানে সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন।
অন্যদিকে, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস এম রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে কর্মরত আছেন। তার গবেষণার প্রধান ক্ষেত্র অর্থনৈতিক ইতিহাস হলেও তিনি মুক্তিযুদ্ধ ও সামাজিক-সাংস্কৃতিক অধ্যয়ন নিয়ে নিয়মিত কাজ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এসএআর/বিআরইউ