ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের যৌথ উদ্যোগে এ বইমেলার আয়োজন করা হয়েছে।
আগামী ১৮ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে এ বইমেলা চলবে।
সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বইমেলার ঘোষণা দেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
তিনি বলেন, শহীদ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি নন, তিনি আমাদের সময়ের প্রতিবাদী চেতনার প্রতীক। ভারতীয় আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও দমনপীড়নের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান আজও তরুণ সমাজকে অনুপ্রাণিত করে।
মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জানান, এই বইমেলার মূল লক্ষ্য হলো শহীদ ওসমান হাদির জীবন, আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের সামনে তুলে ধরা, পাঠ ও চিন্তার মাধ্যমে প্রতিবাদী চেতনাকে জাগ্রত করা এবং বইকে মুক্তচিন্তা ও প্রতিরোধের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি আশিক খান বলেন, এই বইমেলা কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়, এটি হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর, চিন্তার স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে সোচ্চার হওয়ার একটি মিলনমঞ্চ।
বইমেলায় বিভিন্ন প্রকাশনার বইয়ের স্টল ছাড়াও স্মরণসভা, আলোচনা অনুষ্ঠান, সেমিনার, তরুণ লেখক ও পাঠকদের অংশগ্রহণে মতবিনিময় সভা এবং শহীদ ওসমান হাদির জীবন ও সংগ্রামভিত্তিক বিশেষ আয়োজন থাকছে বলে জানান আয়োজকরা।
এসএআর/এসএসএইচ