টিএসসিতে স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং আমেরিকান ওয়েলনেস সেন্টারের যৌথ উদ্যোগে এমওইউ সাইনিং ও স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে আধুনিক জীবনযাত্রার নেতিবাচক প্রভাব, মানসিক স্বাস্থ্য, বিজ্ঞানভিত্তিক জীবনধারা ও তরুণদের সুস্থতা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডাকসু ও আমেরিকান ওয়েলনেস সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব ধরনের ল্যাব টেস্টে ৫০ শতাংশ বিশেষ ছাড় সুবিধা পাবেন।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডা. মুজিবুল হক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যকর জীবনযাপন, ব্রেইন হেলথ, রোগ প্রতিরোধ ও দীর্ঘমেয়াদি সুস্থতার বিষয়ে দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. হালিদ হানম আক্তার বলেন, কিশোর ও তরুণদের মানসিক স্বাস্থ্য অবনতির দিকে যাচ্ছে। একে অপরকে সহায়তা, আত্মবিশ্বাস, সফট স্কিল এবং দায়িত্বশীল ডিজিটাল ব্যবহারের মাধ্যমে এই সংকট মোকাবিলা সম্ভব।
সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. শামীমা তাসনিম বলেন, সুস্থতা মানে শুধু শারীরিক সক্ষমতা নয়, মানসিক ও আত্মিক পরিশুদ্ধতাও জরুরি। ক্যাম্পাস পরিবেশ ও সামাজিক বাস্তবতা শিক্ষার্থীদের সুস্থতার সঙ্গে গভীরভাবে জড়িত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন ড. মো. শামিম রেজা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে স্মার্ট হতে হবে। বিজ্ঞানসম্মত জীবনধারা, সঠিক খাদ্যাভ্যাস, বইপড়া ও ভাষা দক্ষতা উন্নয়ন ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসু শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা ও ধর্মীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা ডাকসুর সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া, ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ডাকসুর সদস্য আফসানা আক্তার, সাবিকুন নাহার তামান্না প্রমুখ।
এসএআর/এসএম