বিশ্ববিদ্যালয় ছাত্র রাজুর সন্ধান দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের স্নাতকোত্তরের নিখোঁজ শিক্ষার্থী জাহিদ হাসান রাজুর সন্ধান দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (৯ জুলাই) বিকেল ৪টায় শহীদ মিনারের পাদদেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন হয়।
এতে ছাত্র ইউনিয়ন ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। মানববন্ধনে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল রনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের যেভাবে গুম করা হতো আজ বাংলাদেশেও সেই পরিস্থিতি বিরাজ করছে।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন বর্তমান শিক্ষার্থীকে নিখোঁজ করা হয়েছে। কাল একজন শিক্ষকও নিখোঁজ হতে পারে। তাই শিক্ষার্থীকে ফিরে পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
দর্শন বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিহান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে অথচ কারও কোনো মাথাব্যথা নেই। যতদ্রুত সম্ভব নিখোঁজ জাহিদকে ফিরিয়ে দিতে হবে।’
বিজ্ঞাপন
রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ইকবাল হোসাইন বলেন, ‘কেউ কোনো অন্যায় করে থাকলে তার বিচারের জন্য রাষ্ট্রীয় আইন রয়েছে। তবে গুম বা নিখোঁজ করার কোনো নিয়ম নেই। নাগরিকদের মনে ভীতি সৃষ্টির পাঁয়তারা হিসেবেই নিখোঁজ বা গুমের ঘটনা ঘটছে।’
ইংরেজি বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী তাসবিবুল গণি নিলয়ের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন প্রত্নতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী সৌমিক বাগচী ও রসায়ন বিভাগের ৪২তম ব্যাচের রুস্তম আলী।
জাহিদের পরিবারের দাবি, গত ২৪ জুন রাজধানীর মিরপুরের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ রয়েছে সে। এ ঘটনায় পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি ও অভিযোগ দায়ের করা হয়েছে।
এমএসআর