দ্বিতীয় বারের মতো করোনা ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে জরুরি ভিত্তিতে তথ্য দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও কর্মকর্তাদের আহ্বান জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত সব স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এবং এমফিল ও পিএইচডি গবেষকদের তথ্য আগামী ১৮ থেকে ২৩ আগস্টের মধ্যে নিম্নবর্ণিত লিংকে প্রদানের জন্য অনুরোধ করা হলো। তথ্য প্রদানের লিংক (www.jnu.ac.bd/vfc19)

এতে আরও বলা হয়, ইতোপূর্বে যেসব শিক্ষার্থী এবং গবেষক তথ্য প্রদান করেছেন তাদের তথ্য প্রদান করার প্রয়োজন নেই।

উল্লেখ্য, এর আগে শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনতে তথ্য সংগ্রহ করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য নিবন্ধনের তথ্য সংগ্রহ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিভিন্ন ত্রুটির কারণে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থীই তথ্য দিতে পারেননি। 

এমটি/এসকেডি