জ্বরে জবি শিক্ষার্থীর মৃত্যু
জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আল-আমিন লেবু মারা গেছেন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোরে মিরপুরের একটি মেসে তার মৃত্যু হয়। আল-আমিনের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম থানায়।
বিষয়টি নিশ্চিত করে তার সহপাঠী বাংলা বিভাগের শিক্ষার্থী মো. তানভীর ইসলাম বলেন, আমরা একই রুমে থাকতাম। সে অনেক কষ্ট করে পড়াশোনা করত। কয়েকদিন ধরে আমি বাড়িতে আছি। বুধবার ফেসবুকে আল-আমিন জ্বরের কথা লিখে পোস্ট দিয়েছিল। সেই পোস্ট দেখে আমি ফোন করে ডাক্তার দেখাতে বলি। বাসার সামনেই ডা. আজমল হাসপাতাল। আজ (বৃহস্পতিবার) ভোরে অবস্থার অবনতি হলে রুমের অন্যরা তাকে ওই হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়।
বিজ্ঞাপন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী বলেন, কিছুক্ষণ আগে বিষয়টি জেনেছি। নিজ বিভাগের একজন শিক্ষার্থী মারা যাওয়া মানে নিজের সন্তান হারানো। বিষয়টি বেদনাদায়ক।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, বাংলা বিভাগের একজন শিক্ষার্থী মারা যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। প্রচন্ড জ্বরে আক্রান্ত ছিল সে। কিছুক্ষণ পর আল-আমিনের লাশ নিয়ে তার পরিবার বগুড়ার উদ্দেশ্য রওনা দেবে। বিশ্ববিদ্যালয় থেকে লাশ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।
বিজ্ঞাপন
এমটি/এসএসএইচ