খুলে দেওয়া হলো শেকৃবির হল
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) আবাসিক হলগুলো দেড় বছর পর আজ (১ অক্টোবর) খুলে দেওয়া হলো। ছেলেদের তিনটি ও মেয়েদের দুটি হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে।
এর আগেই প্রত্যেক হলে বেসিন, সেনিটাইজারের ব্যবস্থা, হলের বাহ্যিক ও অভ্যন্তরীণ সংস্কার ও সৌন্দর্য বর্ধন, সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞাপন
কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণকারী শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। হলে থাকছে না কোনো গণরুমে। গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৯৫তম সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়।
সিদ্ধান্ত মোতাবেক, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণকারী শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। হলে উঠার আগে টিকা নিবন্ধন কার্ড বা সনদের ফটোকপি জমা দিয়ে হলে উঠতে হবে। চলামন সব ধরনের অনলাইনে পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলো ১ অক্টোবরের পর সশরীরে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এর আগে, গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া ১ অক্টোবর থেকে আবাসিক হলগুলো খোলার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে হলে উঠতে হবে। নিয়মিত মাস্ক পরিধান করতে হবে। হলে অছাত্র বা বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না। কেউ করোনা আক্রান্ত হলে কিংবা করোনার উপসর্গ দেখা গেলে তাকে আইসোলেশন সেন্টারে রাখা হবে।
ওএফ