প্রশাসনকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় এবার আন্দোলনে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্মকর্তা-কর্মচারী যৌথ সংগ্রাম পরিষদ। রোববার (১০ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা। 

এ সময় সংগঠনটির মহাসচিব মো. আনোয়ার হোসেন লিখিত বক্তব্যে ১৮ অক্টোবর থেকে মানববন্ধন ও কর্মবিরতিসহ চার দফা কর্মসূচি তুলে ধরেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৮ অক্টোবর সাধারণ কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সঙ্গে মতবিনিময়, ১৯ অক্টোবর মানববন্ধন, ২১ অক্টোবর ২ ঘণ্টা কর্মবিরতি ও ২৪ অক্টোবর অর্ধদিবস কর্মবিরতি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তীতে আবারও কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন সংগঠনটির নেতারা।

এর আগে পাঁচ দফা দাবিসহ রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দেন কর্মকর্তা-কর্মচারী যৌথ সংগ্রাম পরিষদ।

তাদের দাবিগুলো হচ্ছে- প্রশাসক পদ বাতিলসহ অফিসারদের সকল পদ থেকে সম্মানিত শিক্ষকদের প্রত্যাহার, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি নির্বাচনী বোর্ড সভা বাস্তবায়ন, কর্মকর্তাদের ডিউ ডেইট সুবিধা পূর্বের ন্যায় বহাল রাখা, তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদোন্নতির নীতিমালা সংশোধন-সংযোজন করা, ওয়ারিশ সূত্রে চাকরি নিশ্চিতকরণ (বিশেষত যারা চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করেন) করতে বিগত ৩০ সেপ্টেম্বর ২০০২ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩৯১তম সভার ৯ (১) সিদ্ধান্ত বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনে কর্মকর্তা-কর্মচারী যৌথ সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএআর