করোনা পরিস্থিতির পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সশরীরে ক্লাস। ৫৯৪ দিন পর সহপাঠীদের সঙ্গে বসে ক্লাস করতে পারায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। মঙ্গলবার (২ নভেম্বর) সকালেই ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। তাদের ফুল, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে বরণ করে নিতেও দেখা গেছে বিভিন্ন বিভাগকে।

সশরীরে ক্লাস শুরুর প্রথম দিনে বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। তিনি বলেন, করোনার পর আমরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন রয়েছি। ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালককে এ ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে নির্দেশনা দেওয়া হয়েছে।

ফরহাদুর রহমান নামে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের এক শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তবুও দীর্ঘদিন পর ক্লাসে ফিরে ভালো লাগছে। করোনা আর কখনো না আসুক, এটাই কামনা করি।

এর আগে ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৮১তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। ২৭ নভেম্বর খুলে দেওয়া হয়েছে আবাসিক হল। করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মেনে তিন দফায় সশরীরে চূড়ান্ত পরীক্ষা নিয়েছে কুবি।

মহিউদ্দিন মাহি/এমএসআর