১৯ মাস পর ক্লাসে ফিরে উচ্ছ্বসিত বেরোবির শিক্ষক-শিক্ষার্থীরা
করোনা মহামারির কারণে টানা ১৯ মাস পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সশরীরে ক্লাস শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস শুরু হয়। শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরেছে ক্যাম্পাসে। দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, করোনার কারণে দীর্ঘদিন ক্লাসে ফিরতে পারি নাই। আজ সশরীরে ক্লাস করলাম। বন্ধুদের সঙ্গে দেখা হলো। অন্যরকম ভালো লাগা কাজ করছে।
বিজ্ঞাপন
অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী নূরে আফরিন বলেন, আজ আমরা খুব খুশি। প্রায় ৬০০ দিন পর ক্লাসে ফিরতে পারলাম। বন্ধু-বান্ধবীদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আড্ডা হচ্ছে।
সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বাদল বলেন, দীর্ঘ ১৯ মাস পর ক্লাসে ফিরতে পারছি। আমরা খুবই আনন্দিত। আর যেন অশুভ শক্তির আঘাতে আমাদের ক্যাম্পাস ছাড়তে না হয়, এটাই আমাদের প্রত্যাশা।
বিজ্ঞাপন
অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী রাসেল রানা বলেন, দীর্ঘদিন পর ক্লাসে ফিরে খুবই ভালো লাগছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করছি। আর কখনো যেন বিশ্ববিদ্যালয় এমনভাবে বন্ধ না হয়।
ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সঞ্জয় চৌধুরী বলেন, দীর্ঘদিন পর আমাদের প্রাণের ক্যাম্পাস খুলেছে। সশরীরে আমাদের ক্লাসে যাওয়ার সুযোগ হয়েছে। এতে আমরা আনন্দিত। আমরা এতদিন যে মানসিক চাপের মধ্যে ছিলাম তা শিগগিরই কাটিয়ে উঠতে পারব।
অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক বলেন, একজন শিক্ষকের মূল আনন্দ তো শ্রেণিকক্ষেই। সেই শ্রেণিকক্ষ থেকে আমরা বাইরে ছিলাম। দীর্ঘ প্রায় ৬০০ দিন পর আমরা আবার নতুন করে পাঠদান শুরু করতে পেরেছি এই অনুভূতি আমাকে নতুন করে আপ্লুত করেছে। আমরা চাই করোনা মহামারি দূর হোক।
এদিকে গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যথাযথ নিয়ম মেনে আবাসিক হলে অবস্থান করছেন।
দীর্ঘদিন আবাসিক হলগুলো বন্ধ থাকায় যে সব সমস্যা সৃষ্টি হয়েছিল তা মেরামত করে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের থাকার পরিবেশ তৈরি করেছেন বলে জানিয়েছেন আবাসিক হলগুলোর দায়িত্বে থাকা প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলের সহকারী প্রভোস্ট মুশরিফুর জিলানী বলেন, শিক্ষার্থীদের জন্য গত ২ নভেম্বর আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। এর আগে আমরা আবাসিক হল পরিদর্শন করেছি এবং আবাসিক হলের ত্রুটিগুলো চিহ্নিত করে তা মেরামতের ব্যাবস্থা করেছি।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ করোনা মহামারির কারণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ হয়ে যায়। অবশেষে আজ ১৯ মাস পর আবারও সশরীরে ক্লাস শুরু হয়েছে।
শিপন তালুকদার/আরএআর