ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ৫ জন শিক্ষার্থী ‘শহিদ শেখ রাসেল স্মৃতি বৃত্তি’ এবং দুই শিক্ষার্থী ‘পারভেজ জামান পিকু স্মৃতি বৃত্তি’ লাভ করেছে। 

মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান স্কুল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই বৃত্তি প্রদান করা হয়।

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক এবং বৃত্তি প্রদান কমিটির আহ্বায়ক মো. জাহেদ আলম খান স্বাগত বক্তব্য দেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শেখ রাসেল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাৎ শাহাদাতবরণকারী সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

উপাচার্য এই স্কুলের গর্বিত শিক্ষার্থী শহিদ শেখ রাসেলের প্রতিনিধিত্বকারী হিসেবে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপাচার্য শহিদ শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শেখ রাসেল স্মৃতি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- ১০ম শ্রেণির শিক্ষার্থী মোসা. ফারিহা আক্তার সোনালী এবং ৫ম শ্রেণির শিক্ষার্থী রাইফ চৌধুরী, সৈয়দ শাবির আরিজ হক, মো. মাহিন হোসেন ও মির্জা আহমিদ। পারভেজ জামান পিকু স্মৃতি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- ৯ম শ্রেণির শিক্ষার্থী প্রজ্ঞা ভূঁইয়া এবং সামিয়া ইসলাম। 

এইচআর/এইচকে