১৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা কলেজে বর্ণাঢ্য র্যালি
১৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় ঢাকা কলেজের মূল ভবনের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালি শুরু হয়। এরপর মিরপুর রোডের সায়েন্স ল্যাব মোড় ও নীলক্ষেত মোড় প্রদক্ষিণ করে আবারও কলেজের শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
ইতোপূর্বে কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর তারিখ নিয়ে বিভ্রান্তি থাকায় বেশ কয়েক বছর কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করেনি প্রশাসন। তারিখ বিভ্রান্তি দূর হওয়ায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দীর্ঘদিন পর এমন আয়োজনে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাসে মুখরিত হয় পুরো এলাকা। প্রাণ ফিরে পায় ঢাকা কলেজ ক্যাম্পাস।
বিজ্ঞাপন
কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী রবিউল আউয়াল বলেন, আমরা ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর অধিকাংশ সময়ই কেটেছে করোনার বন্ধে। আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে অনেক আনন্দ লাগছে। মনে হচ্ছে দীর্ঘদিন পর যেন ক্যাম্পাসে শিক্ষার্থীদের খুশির জোয়ার বইছে।
তবে শুধুমাত্র একটি কর্মসূচিই ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন অনেক শিক্ষার্থী।স্নাতক পড়ুয়া জুয়েল রানা বলেন, শুধুমাত্র একটি নয় বরং দিনব্যাপী কর্মসূচি দেওয়া প্রয়োজন ছিল। দীর্ঘদিন পর প্রতিষ্ঠাবার্ষিকীর তারিখের বিভ্রান্তি দূর হয়েছে। আমরা চাই প্রতিবছর যেন জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বিজ্ঞাপন
র্যালি শেষে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, উপমহাদেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ৷ এটি পূর্ববঙ্গ ও আশপাশের এলাকায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা বিস্তার করে আসছে৷ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি তখন এটিই ছিল একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান৷
অধ্যক্ষ বলেন, ঢাকা কলেজের বিশেষত্ব হলো ১৮০ বছরেও দেশে শ্রেষ্ঠত্বের আসন ধরে রেখেছে৷ আমি মনে করি আগামীতেও এই যাত্রা অব্যাহত থাকবে৷
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার প্রমুখ।
আরএইচটি/এসকেডি