বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাদুঘর ও বঙ্গবন্ধু চেয়ার- এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী শুরু হয়েছে ‘মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনী’।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এই প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডমিক) অধ্যাপক বেনু কুমার দে এবং চবি বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জাদুঘর ইতিহাস-ঐতিহ্যের ধারক ও বাহক। জাদুঘরের মাধ্যমে মানুষ একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর হলো বাংলাদেশের একমাত্র একাডেমিক জাদুঘর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকসহ বিভিন্ন স্তরের গবেষকদের গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এ জাদুঘর গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে জাতির জনক শেখ মুজিবের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ ও বিজয় অর্জন এই জাতির শ্রেষ্ঠ অর্জন। আজকের প্রদর্শনী এই অর্জনকে পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে বলে জানান তিনি।

এমএসআর