বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে দৈনিক কালেরকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৌম্য সরকার ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইভান চৌধুরী নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে তাদের নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক আদিব হোসাইন (বার্তা ২৪), কোষাধ্যক্ষ শিপন তালুকদার (ঢাকা পোস্ট), দফতর সম্পাদক রুদ্র মাহমুদ জয় (দৈনিক সমকাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ জনি (দৈনিক অধিকার)

এ ছাড়াও কার্যকরী সদস্য-১ হিসেবে মোবাশ্বের আহমেদ (দৈনিক ইত্তেফাক), কার্যকরী সদস্য-২ হিসেবে জাকির হোসেন রুম্মান (দৈনিক যুগের আলো) নির্বাচিত হয়েছেন। কমিটিতে নতুন সদস্য সংযুক্ত হয়েছেন নাহিদুজ্জামান (দৈনিক খোলা কাগজ), সিহাব মণ্ডল (আগামী নিউজ) ও হিমেল আহমেদ (দৈনিক আজকের পত্রিকা)।

নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয় প্রক্টর গোলাম রব্বানী, ছাত্র উপদেষ্টা নুরুজ্জামান খান ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা মো. আলী। নির্বাচনের সময় উপদেষ্টা মণ্ডলিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. সরিফা সালোয়া ডীনা, শিক্ষক সমিতির সভাপতি ড. আবু কালাম মো. ফরিদুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান ড. নজরুল ইসলাম। এ ছাড়াও একাধিক শিক্ষক, ছাত্রনেতা পোমেল বড়ুয়া ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নির্বাচন কেন্দ্রে উপস্থিত ছিলেন। 

নির্বাচন শেষে সাংবাদিক সমিতির পূর্বের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোবাশ্বের আহমেদ নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে নবনির্বাচিত সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যরা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শিপন তালুকদার/আরআই