‘থেকে এক সঙ্গে যুক্ত করবো পৃথিবী পথশিশু মুক্ত’ এই স্লোগানকে সামনে রেখে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি)। ক্যাম্পাসসহ কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ করেছে সংগঠনটির সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ইবনে মনির হোসাইন।

জানা যায়, গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) ক্যাম্পাসের ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে তারা। এ ছাড়া কুষ্টিয়া শহরের গরীব ও অসহায় মানুষের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি। এ ছাড়া শীতের মধ্যে আরও শীতবস্ত্র বিতরণ করার পরিকল্পনা আছে বলে জানিয়েছে সংগঠনটির সদস্যরা।

সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ইবনে মনির হোসাইন বলেন, সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়ন, উপদেষ্টামণ্ডলীর সহযোগিতা ও আবাসিক হলের শিক্ষার্থীদের কাছে অর্থ কালেকশন করে এই শীতবস্ত্র বিতরণ করেছি। সাহায্যপ্রাপ্ত পথশিশু ও অসহায় মানুষদের মুখের হাসি আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা বাংলাদেশকে অসহায় ও দারিদ্রমুক্ত হিসেবে গড়ে তুলতে চাই।

রাকিব হোসেন/আরআই