আনন্দ-উল্লাস আর উৎসবের মধ্য দিয়ে ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

রাত ১২টা ১ মিনিট বাজার সঙ্গে সঙ্গেই হাজার হাজার শিক্ষার্থীর সম্মিলিত উল্লাস ধ্বনিতে ঢাবি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) পরিণত হয় ‍‌উৎসবস্থলে। শিক্ষার্থীরা আতশবাজি ফুটিয়ে পুরাতন বর্ষকে বিদায় ও নতুন বর্ষ বরণ করে নেন।

সন্ধ্যা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে গড়ে তোলা হয় কঠোর নিরাপত্তা বলয়। আইডি কার্ড ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া কোনো গাড়ি ঢুকতে দেওয়া হয়নি। ফলে হাজার হাজার মানুষকে ফিরে যেতে হয়। তারপরেও উৎসবের কমতি দেখা যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ইংরেজি নববর্ষ আমাদের নিজস্ব সংস্কৃতি না হলেও আমরা একে উদযাপন করছি। এটাও আমাদের ঐতিহ্য। তারুণ্যের উচ্ছ্বাস আর উল্লাসের মধ্য দিয়ে আমরা নববর্ষকে স্বাগত জানাচ্ছি।

সিদ্দিক ফারুক নামে আরেক শিক্ষার্থী বলেন, গতবছর করোনার কারণে আমরা এ উল্লাস মিস করেছি, তাই আজকে প্রাণ উজাড় করে উপভোগ করছি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরো টিএসিসিতে ইংরেজি নববর্ষকে ঘিরে আতশবাজিসহ বিভিন্ন আয়োজন চলছে।

এইচআর/আইএসএইচ