রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদের জন্য নির্মিতব্য দশতলাবিশিষ্ট শহীদ এএইচএম কামারুজ্জামান হলের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (০২ জানুয়ারি) সকালে মাদার বখ্শ হলের বিপরীত পাশে হলের নির্মাণকাজের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধন শেষে রাসিক মেয়র নিমার্ণকাজ পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়াসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊধ্বর্তন কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে গত ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

প্রকৌশল দফতর সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাবির মাদার বখ্শ হলের বিপরীত পাশে নির্মিত এই হলের ছাত্রদের জন্য ইন্টারনেট সুবিধাসহ সব আধুনিক সেবা থাকবে। হলের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা।

দশতলাবিশিষ্ট এই হলের আসন সংখ্যা থাকবে ১ হাজার। প্রকল্প বাস্তবায়ন করছেন মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। সংশ্লিষ্টরা বলছেন হলের নির্মাণ কাজ শেষ হলে শিক্ষার্থীদের আবাসন সংকট কমে আসবে।

এমএসআর