জবিতে সব ক্লাস-পরীক্ষা সশরীরে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব ক্লাস পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে। তবে সরকারি নির্দেশনা এলে অনলাইনে সব কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের (১৬তম ব্যাচ) ক্লাস শুরু হবে।
বুধবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডিনদের সঙ্গে উপাচার্যের মিটিং শেষে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রবীন্দ্রনাথ মন্ডল ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে। তবে সরকারি নির্দেশনা এলে আমরা অনলাইনে কার্যক্রম পরিচালনা করবো। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের (১৬তম ব্যাচ) শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে। বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের ল্যাব থাকার কারণে তারা অন্যান্য অনুষদের বিভিন্ন বিভাগ থেকে দেড় মাস পিছিয়ে গেছে। তবে সশরীরে ক্লাস পরীক্ষা শুরু হলে আগামী ৬ মাসের মধ্যে এই সেশনজট থাকবে না।
এমটি/এসএম
বিজ্ঞাপন