শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের অপসারণের দাবিতে একাই দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান। 

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ কর্মসূচি পালন করেন তিনি। 

এ বিষয়ে অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে ও উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে এই নিরব অবস্থান। একজন শিক্ষকের কারণে আজ আমাদের সন্তানদের জীবন সংকটাপন্ন। যে দাবি জীবনকে হার মানায় সে দাবি কখনোই অযৌক্তিক হতে পারে না। শিক্ষার্থীদের জীবনের চেয়ে শিক্ষাঙ্গনে কোনো পদই বড় হতে পারে না। তাই বিবেকের তাড়নায় প্রতিবাদ করতে দাঁড়ালাম। এই নীরবতার ভাষা লাখো শিক্ষকের, লাখো অভিভাবকের ক্ষোভের ভাষা, বিবেকের ভাষা। একজন অভিভাবক যখন দাঙ্গা পুলিশ ডেকে এনে সন্তানদের শায়েস্তা করেন তখন তিনি আর অভিভাবক থাকেন না, হয়ে যান একজন নির্মম শাসক। আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো শাসক চাই না, চাই অভিভাবক।

শাবি উপাচার্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি অনতিবিলম্বে পদত্যাগ করুন। শিক্ষক সমাজকে জাতির কাছে কলঙ্কিত করবেন না, ছোট করবেন না। আপনার শিক্ষকতাজীবনের অর্জনকে হেয় হতে দেবেন না। আবারও বলছি পদত্যাগ করুন। সন্তানদের বাঁচান। সন্তানদের কাছে হার মানা কোনো লজ্জার নয়, বরং আনন্দের।

একক অবস্থানের বিষয়ে তিনি বলছেন, করোনা মহামারির কারণে এই কর্মসূচিতে অন্যদের অংশগ্রহণ না করতে অনুরোধ করেছি।

মেশকাত মিশু/আরআই