৬ দফা দাবিতে উপাচার্য ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তারা সেখানে অবস্থান নেন।
নিরাপত্তা নিশ্চিতে উপাচার্যের বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে রাত ১০টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। এ সময় ৬ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে মাহমুদ সাকি দাবিগুলো উত্থাপন করেন।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে-
>> এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি হত্যাকাণ্ড। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনায় অভিযুক্তদের বিচার করতে হবে।
বিজ্ঞাপন
>> ভুক্তভোগীর পরিবারকে ১৫ কার্যদিবসের মধ্যে ১০ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। আহত দুজনের চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে।
>> ভুক্তভোগীর পরিবার নয়, প্রশাসনকে হত্যাকাণ্ডের মামলার বাদী হতে হবে।
>> এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চলমান নিরাপত্তাহীনতা, দূর্নীতি ও অনিয়মের বহিঃপ্রকাশ। ২৫ বার প্রক্টরকে ফোন দেওয়া হয় কিন্তু তিনি ফোন ধরেননি এবং ঘটনাস্থলেও আসেননি। ঘটনার দায় প্রক্টরিয়াল বডি কোনোভাবে এড়াতে পারে না। এ ঘটনার দায় ঘাড়ে নিয়ে প্রক্টরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে।
>> নিহতের বাবা নেই। পরিবারে ছোট বোন ও মা আছে। মা অসুস্থ। তাই পরিবারের একজন সদস্যকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দিতে হবে।
>> অবিলম্বে ঠিকাদার কোম্পানিকে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। ঠিকাদার কোম্পানি পরিবর্তন করতে হবে।
এর আগে, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহীদ হবিবুর রহমান হলের সামনে দুর্ঘটনায় গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল নিহত হন। তিনি শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দফতর সম্পাদক ছিলেন।
এ সময় সিরামিক ও ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান প্রামাণিক আহত হন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে দুটি আবাসিক হল ও একটি একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। এর মধ্যে একটি হল নির্মাণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের সামনে। অন্যটি রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের পাশে। শহীদ হবিবুর রহমান হলের সামনে একাডেমিক ভবন নির্মিত হচ্ছে। নির্মাণ কাজের জন্য ট্রাকযোগে বিভিন্ন নির্মাণ সামগ্রী আনা-নেওয়া করা হচ্ছে। মঙ্গলবার রাতে হিমেল ও রায়হান মোটরসাইকেলে করে ক্যাম্পাস থেকে হলে ফিরছিলেন। পথিমধ্যে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই হিমেল মারা যান। রায়হানকে আহতাবস্থায় রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আমরা মেডিকেলে যাব। আহত রায়হান এখন শঙ্কামুক্ত। ক্যাম্পাসে সকল নির্মাণ কাজ আপাতত বন্ধ থাকবে। ট্রাক চালককে গ্রেফতার ও ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মিশু/ওএফ