অবৈধভাবে ভর্তি হতে এসে শাবিতে আটক ১
ইকবাল হোসেন সাইদ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অসাধু উপায়ে ভর্তি হতে আসা ইকবাল হোসেন সাইদ নামে একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মৌখিক পরীক্ষার সময়ে তাকে আটক করা হয় বলে জানান ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোস্তাক আহমেদ।
এ বিষয়ে শাবির সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক মো. আবু হেনা পহিল বলেন, অসাধু উপায়ে ভর্তি হতে আসলে ভাইভার সময় একজনকে আটক করা হয়েছে। আটক ইকবাল হোসেন সাইদ ভর্তি পরীক্ষায় রেজিস্ট্রেশনকারী ব্যক্তি। তবে, ভর্তি পরীক্ষার সময় তার হয়ে অন্য আরেকজন প্রক্সি দিয়েছিলেন। যেটা আজ মৌখিক পরীক্ষার সময় ধরা পড়েছে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, রেজিস্ট্রেশন ফর্ম অনুযায়ী, আটক ইকবালের পিতার নাম রফিকুল ইসলাম এবং মাতার নাম ফাতেমা বেগম। তার রোল নম্বর, ৩৫১৭৬৩। তিনি চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটির ইউসুফ চৌধুরী ভবনের ২য় তলায় 'বন ও পরিবেশ বিদ্যা' বিভাগের ১ নম্বর রুমে পরীক্ষা দিয়েছিলেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত, আটককৃত ইকবাল হোসেন সাইদ শাবি প্রশাসনের হেফাজতে রয়েছেন।
বিজ্ঞাপন
মাসুদ আহমদ রনি/আরআই