বিইউপিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। সোমবার ভোরে বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনের নেতৃত্বে একটি দল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির ওপর বিইউপির বিজয় অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান।
বিজ্ঞাপন
সভায় আরও বক্তব্য রাখেন বিইউপি বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ারের অধ্যাপক ড.সৈয়দ আনোয়ার হোসেন, শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, বাংলা ভাষা আমাদের অস্তিত্ব, ঐতিহ্য ও আত্মপরিচয়। তিনি বাংলা ভাষা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
এমএইচএস