করোনা মহামারির অভিজ্ঞতা নিয়ে ছোটদের আঁকা ছবি সংগ্রহ করেছে ঢাকা পোস্ট। এ উপলক্ষে আয়োজন করা হয় ‘ছোটদের চোখে করোনা মহামরি’ শীর্ষক অঙ্কন প্রতিযোগিতা।

সারাদেশ থেকে দুই শতাধিক শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশ নেয়। জমা পড়া ছবি থেকে বাছাই করা ছবি প্রকাশ করা হয় ঢাকা পোস্টের ‘ছোটদের পোস্ট’ বিভাগে। সেখান থেকে সেরা ১০ ছবি নির্বাচন করা হয়েছে। তাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

বিজয়ীরা হচ্ছেন - ফাবিহা আনবির ডায়না (সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল), নন্দিতা দেবনাথ (সরকারি হারাচন্দ্র গার্লস হাই স্কুল), নুসরাত জাহান প্রীতি (বাংলাদেশ মহিলা সমিতি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ), আফরাতুন লায়লা ইন্তু (জে কে মডেল সরকারি প্রাইমারি স্কুল), পূর্ণাভ হাওলাদার তুর্য (প্রভাতী প্রি-ক্যাডেট স্কুল), ফারিয়া জামান (সরকারি করোনেশন সেকেন্ডারি গার্লস স্কুল), আর্জা তাবাসছুম লড়া (জুনিয়র ল্যাবরেটরি স্কুল), রাজদ্বীপ ভূঁইয়া (জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমী), সৈমন্তিক দে (হলি চাইল্ড স্কুল), পৃথা সাহা (ভিকারুননিছা নুন স্কুল অ্যান্ড কলেজ)।

খুব শিগগিরই বিজয়ীদের ঠিকানায় ডাকযোগে পুরস্কার পৌঁছে দেওয়া হবে।

এএ