ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, দেশের প্রত্যেক নাগরিকের জন্য কোভিড-১৯-এর টিকা নিশ্চিত করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে টিকা আমদানির পাশাপাশি দেশেও কোভিড-১৯ এর টিকা তৈরির প্রচেষ্টা করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আমরা অল্প সময়ের মধ্যেই উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের টিকা দিতে সক্ষম হয়েছি। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভোলার লালমোহন উপজেলার গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১২ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীদের মাঝে কোভিড ১৯ টিকা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এমপি শাওন আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যার সফল রাষ্ট্র পরিচালনার মধ্যে দিয়েই আজকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ায় বর্তমান প্রজন্ম বিদ্যুতের আলোয় পড়ালেখা করছে। আমরা একজন শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি। যিনি একটি শিক্ষিত জাতি সৃষ্টি করার লক্ষ্যে বার বার শিক্ষা খাতে সবোর্চ্চ বরাদ্দ দিয়ে যাচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে উন্নত পরিবেশে পড়ালেখা করতে পারে এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আইসিটি ভবন, একাডেমিক ভবনসহ বিভিন্ন ভবন করে দিচ্ছেন।

এসময় গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা।

এছাড়াও একই দিনে তিনি প্রায় ৬০ লাখ টাকা ব্যায়ে লালমোহন ভূমি অফিসের খাশ পুকুর খনন ও সৌন্দর্যবর্ধন স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্ধোধন করেন।

ইমতিয়াজুর রহমান/এমএএস