নিহত ফেরদৌসী খাতুন রিয়া

আজারবাইজানে পড়তে গিয়ে ফেরদৌসী খাতুন রিয়া নামে রাজশাহীর পুঠিয়ার এক নারী হত্যার শিকার হয়েছেন। গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে দেশটির গাঞ্জা শহরে তাকে হত্যা করা হয়। বিকেলে বিষয়টি জানতে পারে তার পরিবার। তবে হত্যাকাণ্ডের কারণ জানানো হয়নি পরিবারকে। 

ফেরদোসী খাতুন রিয়া পুঠিয়া পৌরসভার কাঁঠালবাড়িয়া এলাকার আবু বকর সিদ্দিকের মেয়ে। তার মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানানো হয়েছে।

রিয়া আজারবাইজানের রাজধানী বাকুর একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ালেখা করতেন। এর পাশাপাশি একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি।

রিয়ার বাবা আবু বকর সিদ্দিক জানান, অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে আজারবাইজানে পাঠিয়েছিলেন, সব শেষ হয়ে গেল।

রিয়ার ভাই আরমান আলী জানান, আজারবাইজানে বাংলাদেশি দূতাবাস নেই। ইরানি দূতাবাসের মাধ্যমে রিয়ার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, বিষয়টি জানার পর পুলিশ খোঁজ নেওয়ার চেষ্টা করছে।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর