খুলনার রূপসা পাইকারি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাজার ও সংলগ্ন অন্তত ৩০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রূপসা পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. রমজান আলী হাওলাদার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে কাঁচাবাজারের একটি ককশিটের গুদাম থেকে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। কাঁচাবাজারের বেশ কিছু ঘর ও পার্শ্ববর্তী সুলতান শিকদারের বাড়ির ৫টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে বাদশা নামে এক দোকানদার সামান্য আহত হয়েছেন।

বয়রা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইফুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

টুটপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ৩০-৩৫টি দোকান ও বসতঘর পুড়েছে। এছাড়া আরও ১০-১৫টি ঘরের সামান্য ক্ষতি হয়েছে। এর মধ্যে ৩০টির মতো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিষয়টি দেখছি। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। সার্বিক বিষয়ে কাজ চলছে। 

মোহাম্মদ মিলন/এসপি