বাঞ্ছারামপুরে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জামাল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় জাহিদুল (১০) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃত্যু হলো। জাহিদুল বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর গ্রামের মিঠু মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ অগ্নিদগ্ধ জাহিদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা সদরের জামাল মার্কেটের একটি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লাগে। এতে মার্কেটের ১২টি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডে দগ্ধ হয় দুই শিশু হাসান (১২) ও জাহিদুল (১০)।
বিজ্ঞাপন
তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে হাসানের মৃত্যু হয়। হাসান বাঞ্ছারামপুর উপজেলার চরেরকান্দা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
আজিজুল সঞ্চয়/এনএ