তিন বছর সাজা শেষে ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন শিশুসহ ১৫ বাংলাদেশি। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে প্রবেশ করেন তারা। ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। ফেরত আসাদের মধ্যে ১১ জন পুরুষ, দুইজন নারী ও দুই শিশু রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, পরিবারের অভাবের কারণে ভালো কাজের লোভ দেখিয়ে দালালদের খপ্পরে গত ৩ বছর আগে অবৈধ পথে তারা ভারতে প্রবেশ করেন। এরপর ওই দেশের পুলিশের হাতে আটক হন। বিভিন্ন মেয়াদে সাজা শেষে এনজিও সংস্থার সহযোগিতায় পরে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ফেরত আসাদের বাড়ি খুলনা, নড়াইল, যশোর, বাগেরহাট, পাবনা, নোয়াখালী ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।

এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, সংসারে অভাবের তাড়নায় ৩ বছর আগে দালালের মাধ্যমে কাজের সন্ধানে ভারতের বিভিন্ন জেলা শহরে যান তারা। সেখানকার পুলিশ তাদের আটক করে সাজা শেষে ভারতের ২টি এনজিও সংস্থার কাছে হস্তান্তর করে। দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে তারা আজ দেশে ফিরছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু ঢাকা পোস্টকে জানান, শিশুসহ ১৫ জন বাংলাদেশি নারী-পুরুষ ফেরত আসার পর বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়েছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

মোহাম্মদ মিলন/আরআই