বিস্ফোরক মামলায় জেএম‌বি খুলনা বিভাগীয় প্রধান জিয়াউর রহমান সা‌ব্বিরকে ২০ বছ‌রের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তা‌কে ২০ হাজার জ‌রিমানা অনাদায়ে আরও ৬ মা‌সের সশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) খুলনা অ‌তি‌রিক্ত দায়রা জজ আদাল‌তের বিচারক এসএম আ‌শিকুর রহমান এ রায় ঘোষণা ক‌রেন। রায় ঘোষণার সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

জিয়াউর রহমান সা‌ব্বির নাটোর জেলার বাগাতিপাড়া উপ‌জেলার মাইরখোলা এলাকার গেদু মোলার ছেলে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সা‌ব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

আদালত সূ‌ত্রে জানা গেছে, ২০০৫ সা‌লের ২৯ ডিসেম্বর রাত পৌনে ১২টার দিকে ‌মিয়াপাড়া থেকে র‌্যাবের হাতে আটক হন জেএম‌বি খুলনা বিভাগীয় প্রধান জিয়াউর রহমান সা‌ব্বির‌। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি জঙ্গীবাদের সঙ্গে জ‌ড়িত বলে র‌্যাবের কাছে স্বীকার করেন। এরপর তার দেখানো যশোর ছাত্রাবাসের এক‌টি কক্ষ থেকে বিপুল প‌রিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে।

৩০ ডি‌সেম্বর রাতে র‌্যাবের ডিএ‌ডি ইউনুছ আলী বাদী হয়ে দৌলতপুর থানায় বিস্ফোরক আই‌নে মামলা দায়ের করেন। পরবর্তীতে সে আদালতে স্বীকারো‌ক্তিমূলক জবানব‌ন্দি দেন। ২০০৬ সা‌লের ১৯ জানুয়া‌রি দৌলতপুর থানার এসআই জা‌হেদুল হক সরকার তাকে আসা‌মি করে আদালতে অ‌ভি‌যোগপত্র দা‌খিল করেন। ১৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। 

মোহাম্মদ মিলন/এসপি