সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বর্তমান কমিশন বদ্ধপরিকর
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান কমিশন বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এই নির্বাচন কমিশনারের অধীনে সব দল নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
মঙ্গলবার (০১ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোন রাজনৈতিক দল তাদের নিয়ে কি বলল সেটা বিষয় না, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের দায়িত্ব পালনে কোনো রাজনৈতিক দলের চাপ নেই।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশন নিয়ে বিএনপি নেতাদের অনাগ্রহ ও সমালোচনার পরিপ্রেক্ষিতে সিইসি বলেন, বিএনপি কী বলেছে সেটা আপনিও শুনেছেন, আমিও শুনেছি। এ কথাগুলোই বারবার আসছে। এখন আমাদের দায়িত্ব আগামী নির্বাচন সফল করা।
এর আগে সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারগণ। এরপর ১০টা ৫ মিনিটে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন। সব শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার।
পরিদর্শন বইতে তিনি লেখেন, ৩০ লক্ষ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমার ও আমার জন্য আজ এটি এক বিরল সম্মান। এরপর সকাল ১০টা ২০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন ঢাকার জেলা প্রশাসক শহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদারসহ সরকারি বিভিন্ন কর্মকর্তা।
মাহিদুল মাহিদ/এসপি