কোম্পানীগঞ্জে নার্স হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
নোয়াখালীর কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজের ছাত্রী ও শিক্ষানবিশ নার্স শাহনাজ পারভীন প্রিয়তার (২২) হত্যার ঘটনায় মমিনুল হক প্রকাশ ফারুককে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) রাতে বিশেষ অভিযানের মাধ্যমে উপজেলার চরফকিরা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মমিনুল হক প্রকাশ ফারুক কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মজিবুল হক মাস্টার বাড়ির মজিবুল হকের ছেলে।
বিজ্ঞাপন
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আসামি মমিনুল হক এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত আছে বলে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। আমরা আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ড চেয়েছি। রিমান্ড থেকে এই হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
বিজ্ঞাপন
মো. শহীদুল ইসলাম আরও বলেন, নিহত শাহনাজের বাবা নবী হোসেন কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। তবে মামলায় আসামি হিসেবে কারও নাম উল্লেখ করেননি তিনি। আশাকরি দ্রুত হত্যাকাণ্ডের রহস্য সকলের সামনে তুলে আনতে পারব।
প্রসঙ্গত, গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইয়াছিন মোল্লা বাড়ির পেছনের ধানক্ষেত থেকে শাহনাজ পারভীন প্রিয়তা (২৬) নামে এক শিক্ষানবিশ নার্সের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শাহনাজ পারভীন প্রিয়তা কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঁঞারহাট বাজার এলাকার নুরনবীর মেয়ে।
হাসিব আল আমিন/আরআই