বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা
বান্দরবানে দুর্গম এলাকায় মানবিক সহায়তা প্রদান করেছে বান্দরবান সেনা রিজিয়ন। গরিব, দুস্থ ও অসহায় মানুষসহ মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন ক্লাবের মাঝে মানবিক এসব সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে বান্দরবান সেনা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধায়নে বান্দরবান জোনের আয়োজনে সাতটি সেলাই মেশিন, শারীরিক প্রতিবন্ধীর জন্য একটি হুইলচেয়ার, একজনকে একটি রিকশা ও পাঁচজনকে পাঁচটি ভ্যানসহ ১৪ জনকে এসব সহায়তা করা হয়।
বিজ্ঞাপন
নগদ অর্থসহায়তার মধ্যে ঘর নির্মাণ, চিকিৎসা, অপারেশন, শিক্ষাবৃত্তি, মেয়ের বিয়ে, স্কুল-কলেজ ভর্তি ও বই ক্রয়সহ সর্বমোট ৬৪ জনকে নগদ ৫ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়।
এ ছাড়া জাবালে নূর জামে মসজিদের জন্য টয়লেট নির্মাণ, দক্ষিণ কালাঘাটা রাজানগর বাইতুন নুর জামে মসজিদের সংস্কার, হাজীপাড়া জামে মসজিদের জন্য চারটি মাইক এবং এডেন পাড়া রেনেসাঁ ক্লাবের জন্য দুই জোড়া তবলা ও একটি গিটার প্রদান করা হয়। অনুষ্ঠানে মোট ৮২ জনকে প্রায় ১০ লাখ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়। তাদের মধ্যে ৭১ জন বাঙালি ও ১১ জন পাহাড়ি এ সহযোগিতা পায়।
বিজ্ঞাপন
সহায়তা প্রদান অনুষ্ঠানে ক্যাপ্টেন মেজবাহুল ইসলাম ফুয়াদর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক।
তিনি বলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের মাধ্যমে সবাইকে সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর যেকোনো আপৎকালীন তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করবে। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সব জাতি-ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যেকোনো প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য বান্দরবান জোনের জোন কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি বলেন, সম্প্রীতির বান্দরবানকে বর্তমান উন্নয়নের অগ্রযাত্রা অংশীদার হিসেবে একটি আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে সেনাবাহিনী সর্বদা সোচ্চার। তিনি পার্বত্য অঞ্চলকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে এবং শান্তি ফিরিয়ে আনতে সবাইকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় অনুষ্ঠানে বান্দরবান জোনের জোন কমান্ডার ও ৫ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি, উপ-অধিনায়ক মেজর এস এম মাহমুদুল হাসান সোহাগ, পিএসসিসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
রিজভী রাহাত/এনএ