নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ হিলালী এলাকার একটি পুকুরে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে বড়শি ও জাল দিয়ে মাছ ধরতে অংশ নেন কাটাবাড়ি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। 

বৃহস্পতিবার (০৩ মার্চ) সকাল ৯টায় এই উৎসব শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। মৎস্য ব্যবসায়ী জাকির হোসেন সরকারি ইজারাভুক্ত ১২ বিঘা জমির পুকুরে এ উৎসবের আয়োজন করেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাকির হোসেনের বন্ধু জোবায়ের হাসান মো. শফিক মাহমুদ গোলাপ কাটাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে তার পুকুর মাছ ধরার জন্য উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন জোবায়ের হাসান মো. শফিক মাহমুদ গোলাপ। নির্বাচনের সময় বন্ধুর জন্য দেওয়া সেই কথা রাখতেই এই উৎসবের আয়োজন করেছেন বলে জানান জাকির হোসেন। 

তিনি বলেন, আমার পুকুরে অন্তত ২০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। দিনব্যাপী উৎসবে পুকর থেকে ৫০ মণেরও বেশি বিভিন্ন প্রজাতির মাছ ধরেছে মানুষ। আগামী শনিবার সকাল থেকে ইউনিয়নের নারী মৎস্য শিকারিদের জন্য পুকুরটি উন্মুক্ত থাকবে। 

জাকির হোসেন বলেন, আওয়ামী লীগের একজন সমর্থক আমি। নৌকা প্রতীকের প্রতি ভালোবাসা এবং চেয়ারম্যান পদে বন্ধু জয় লাভ করায় এই আয়োজন করেছি। 

এদিকে দিনব্যাপী এই উৎসবে পুকুরের চারপাশে বিভিন্ন বয়সী হাজারো মৎস্য শিকারিকে মাছ ধরতে দেখা যায়।  শিকারিদের অধিকাংশই বড়শি দিয়ে, কেউবা জাল দিয়ে রুই, কাতল ও ম্রিগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরতে নেমে পড়েন পুকুরে। এই উৎসবে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরতে পেরে আনন্দিত শিকারিরা। এই উৎসব দেখতে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন ভিড় করেন। 

এই উৎসবের আয়োজন করায় বন্ধু জাকির হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান মো. শফিক মাহমুদ গোলাপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন আর নৌকার বিজয়ের জন্য জাকির হোসেনের এই আয়োজন দৃষ্টান্ত হয়ে থাকবে।

রিপন আকন্দ/আরএআর