রংপুরের কাউনিয়ায় গ্রাম পুলিশের বিরুদ্ধে এক বৃদ্ধার সরকারি বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাজু মিয়া (২৭) নামে এক গ্রাম পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান। তিনি জানান, শুক্রবার (৪ মার্চ) বিকেলে আসামি সাজু মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাজু মিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমজকুর গ্রামের আব্দুল শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, গত বছর বাজেমজকুর এলাকার বৃদ্ধা মমেনা বেগমের বয়স্ক ভাতার তিন হাজার টাকা কৌশলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে নেন গ্রাম পুলিশ সাজু মিয়া। পরে ওই বৃদ্ধা বিষয়টি জানতে পেরে সাজুর কাছে টাকা ফেরত চান। কিন্তু সাজু মিয়া টাকা ফেরত দিতে অস্বীকার করেন। এক পর্যায়ে বিভিন্ন টালবাহানা করে ওই বৃদ্ধাকে একের পর এক সময় দিয়েও হাতিয়ে নেওয়া টাকা ফেরত দেননি। বাধ্য হয়ে গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) কাউনিয়া থানায় লিখিত অভিযোগ করেন বৃদ্ধা মমেনা।

অভিযোগটির প্রাথমিক তদন্তে সরকার থেকে বৃদ্ধা মমেনাকে দেওয়া ভাতার টাকা আত্মসাতের ঘটনাটির সত্যতা মেলে। পরে পুলিশ  অভিযোগটি এজাহারভুক্ত করে।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

ফরহাদুজ্জামান ফারুক/আরআই