সোনারগাঁ ৯৯ স্পোর্টস ক্লাবের নৌ-ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ মার্চ) ক্লাবের উদ্যোগে দিনভর এই নৌ-ভ্রমণের আয়োজন করা হয়।

এদিন সকাল ৯টায় উপজেলার বৈদ্যের বাজার লঞ্চ ঘাট থেকে এ নৌ-ভ্রমণ শুরু হয়। ঘাট থেকে ক্লাবের সদস্যরা ইঞ্জিন চালিত নৌকায় সোনারগাঁয়ের নুনের টেক গুচ্ছগ্রাম/মায়াদ্বীপে যান। সেখানে দিনভর ক্রিকেট, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

নৌ-ভ্রমণে অংশ নিয়েছিলেন ক্লাবের অন্তর্ভুক্ত ১৫টি স্কুলের শতাধিক সদস্য। সোনারগাঁ উপজেলার ৯৯ ব্যাচের সব শিক্ষার্থীরা এই ক্লাবের সদস্য। ক্লাবের এডমিন প্যানেল এই নৌ-ভ্রমণের আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা মাহাবুব ঢালী, নয়ন খন্দকার, মোর্শেদ আলম, ইয়ানবী, কামরুল, মাঝহারুল, কাজী লিটু, রাব্বি তানভীর, নোবেল, রাসেল আবুল কালাম, মজনু, মোশাররফ, মিজানুর রহমান, রাজীব, ডা. মামুন, মুকুল, মোক্তার, নাসির, মামুন, আনোয়ার স্যাম সুমন ও রবিন খানসহ শতাধিক সদস্য।

শেখ ফরিদ/এমএইচএস