কোনো সন্ত্রাসীকে বান্দরবানে থাকতে দেওয়া হবে না
বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বলেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে বান্দরবানে থাকতে দেওয়া হবে না। সন্ত্রাসী কার্যক্রম আমরা মেনে নেব না। কোনো সন্ত্রাসী দল পার্বত্য এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে চাইলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যাবস্থা নেওয়া হবে।
রোববার (৬ মার্চ) সকালে বান্দরবানের পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
এ সময় তিনি আরও বলেন, সন্ত্রাসীদের কয়েকটি দল পার্বত্য এলাকার বিভিন্নস্থানে চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনা ঘটাচ্ছে, তবে তাদের জীবন ক্ষণস্থায়ী। এক গ্রুপ আরেক গ্রুপের সঙ্গে মারামারি করে হত্যার শিকার হয়ে জীবন দিচ্ছে অনেক সন্ত্রাসী।
পুলিশ সুপার বলেন, পার্বত্য এলাকার সব স্থানে সড়ক ব্যবস্থা নেই, আবার অনেক স্থানে মোবাইল নেটওর্য়াক নেই, তাই সব খবর দ্রুত পাওয়া যায় না। ফলে পুলিশও দ্রুত ঘটনাস্থলে যেতে পারে না। পুলিশ যেকোন সংবাদ পেলে সে সংবাদের সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।
বিজ্ঞাপন
বিফ্রিংয়ে পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল কুদ্দুছ ফরাজী, অশোক কুমার পাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রিজভী রাহাত/আরআই