ইসলাম নারীকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে : লিপি ওসমান
নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার সভানেত্রী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি বলেছেন, কখনোই আমরা নারীরা তুলনা করতে যাব না। নারীরা নারীদের ক্ষেত্রে সেরা, পুরুষ তাদের ক্ষেত্রে সেরা। আমরা আমাদের কাজ করে যাব। ইসলাম নারীকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাতের সম্মান দিয়েছে। ৩৬৫ দিনই নারী দিবস। তবে এ নিয়ে একদিন আলোচনা হোক, এদিন বদলে দিতে পারে যেকোনো নারীর জীবন।
মঙ্গলবার (০৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নারী সদস্যদের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
স্কুলছাত্র ত্বকী হত্যাকাণ্ড প্রসঙ্গে লিপি ওসমান বলেন, এই একটি হত্যাকাণ্ড নিয়ে এত নোংরা রাজনীতি করা হচ্ছে যা দেখলে কষ্ট লাগে। বারবার কথিত এক খসড়া চার্জশিট নিয়ে কথা বলা হচ্ছে। খসড়া চার্জশিট বলে কোনো ব্যাপার আছে কি না আমি তা এখানে উপস্থিত বিজ্ঞ বিচারকদের কাছে জানতে চাই। আপনারা আমাকে উত্তর দিন। এ সময় উপস্থিত বিচারকরা খসড়া চার্জশিট বলতে আইনের ভাষায় কিছু নেই বলেও হ্যাঁসূচক জবাব দেন।
তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী দেশকে উন্নত দেশে পরিণত করতে লড়াই করে যাচ্ছেন। আমরা যদি তার পাশে না থাকি তাহলে হবে না। আমাদেরকে তার পাশে থাকতে হবে। তার নেতৃত্বেই আমরা আগামীর বিশ্বে আরও মাথা তুলে দাঁড়াব।
বিজ্ঞাপন
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান।
রাজু আহমেদ/এসপি