দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বুধবার (৯ মার্চ) দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রংপুর বিভাগের টিম লিডার মো. আসফ কবীর চৌধুরী শত।

এ সময় বক্তরা বলেন, বর্তমান সরকার চাল, ডালসহ নিত্যপণ্য কম দামে খাওয়ানোর কথা বলে জনগণকে ধোকা দিয়েছে। দেশে এক ধরনের অরাজকতা শুরু হয়েছে। প্রতিদিন কোনো না কোনো পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে কারণ ছাড়াই। দ্রুত সময়ের মধ্যে বর্ধিত দাম কমিয়ে বাজারে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

বেলা ১১টায় শুরু হওয়া এই সমাবেশ শেষ হয় দুপুর ১টার দিকে। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শফিউল আজম টুটুলের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মো. শহিদুল ইসলাম পপলু , যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুস পলাশ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান কামরুল আক্তার নাহিদ সরকার, নওগাঁ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল প্রমুখ।

দেলোয়ার হোসেন/আরআই