ভোলার দৌলতখান উপজেলায় ১৫০ শতাংশ জমির সুপারি বাগানের ৫ শতাধিক সুপারি গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরে জমিতে গিয়ে গাছগুলো কাটা পড়ে থাকতে দেখেন ভুক্তভোগী কৃষক।

উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কৃষক মো. সাব্বির হোসেনের সুপারি বাগানে ঘটনাটি ঘটেছে। সাব্বির দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মৃত অজিউল্লাহ মিয়ার ছেলে।

জানা যায়, এ ঘটনায় জমির মালিক সাব্বির বাদী হয়ে ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত কৃষকের বাগান পরিদর্শন করেন।

সুপারি বাগানের মালিক সাব্বির হোসেন বলেন, আমি গত ৪-৫ মাস পূর্বে আমার ১৫০ শতাংশ জমিতে সুপারির বাগান করার উদ্দেশ্যে প্রায় ৬০ হাজার টাকা খরচ করে সুপারির চারা রোপণ করি। বিষয়টি আমার এলাকার অনেকেই চায় না। আজ ভোরে আমার সুপারি বাগানে গিয়ে দেখতে পাই প্রায় ৫০০টি সুপারি গাছের চারা কে বা কারা কেটে ফেলেছে।

তিনি আরও বলেন, আমার পরিবারের সাথে সুপারি বাগানের আশপাশের কোনো মানুষের সাথে পূর্বশত্রুতা নেই যে এমন ঘটনা ঘটাতে পারে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
 
এদিকে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এক কৃষকের জমির প্রায় ৪০০-৫০০ সুপারি গাছের চারা দুর্বৃত্তরা কর্তন করেছে। এ ঘটনায় কয়েকজনকে অজ্ঞাত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ তদন্তে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইমতিয়াজুর রহমান/আরআই