জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের প্রথম প্রহরে চাঁদপুরে জন্ম নেওয়া একটি শিশুর নাম বঙ্গমাতার নামে রাখা হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টা ৫মিনিটে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে শিশুটির জন্ম হয়।

বৃহস্পতিবার সকালে হাসপাতালে গিয়ে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ নবজাতক শিশুটির নাম রাখেন রেণু। এটি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ডাক নাম।
 
জেলা প্রশাসক সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডে গিয়ে শিশুটিকে কোলে তুলে নেন এবং শিশুটির মায়ের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে শিশুটির জন্য শুভেচ্ছা উপহারও তুলে দেন জেলা প্রশাসক। পরে প্রসূতি মায়ের অনুমতি নিয়ে বঙ্গমাতার ডাক নাম অনুসারে শিশুটির নাম রাখেন রেণু। পরে জেলা প্রশাসক রেণুর জন্য দোয়া করেন এবং রেণুর সুন্দর ও আনন্দময় জীবন প্রত্যাশা করেন। 

এদিকে রেণুর মা লিজা বেগম মেয়ের নাম শুনে অনেক খুশি। তিনি বলেন, ডিসি ম্যাডাম আমার মেয়ের নাম রেখেছেন এটা আমার জন্য অনেক কিছু। বঙ্গমাতার নামে আমার মেয়ের নাম রেখে তিনি আমাদেরকে সম্মানিত করেছেন। ডিসি ম্যাডামকে ধন্যবাদ জানাই। 

এ সময় চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, বুধবার (১৬ মার্চ) রাত ১১টা ৪০ মিনিটে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার সকদিরামপুর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী লিজা বেগম প্রসব ব্যথা নিয়ে চাঁদপুর জেনারেল  হাসপাতালে ভর্তি হন। রাত ১২টা ৫ মিনিটে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন।

শরীফুল ইসলাম/আরএআর