ইট বোঝাই ট্রলির চাপায় গৃহবধূ নিহত
পটুয়াখালীর বাউফলে ইট বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিল্পী আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কাছিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিল্পী আক্তার কাছিপাড়া ইউনিয়নের দুলাল ফরাজীর স্ত্রী।
বিজ্ঞাপন
জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টায় দুই সন্তানের জননী শিল্পী আক্তার কাছিপাড়া থেকে রিকশায় বাহেরচর গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রলি রিকশাটিকে ধাক্কা দিলে শিল্পী আক্তার রিকশা থেকে ছিটকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রলির চালক ও সহকারী পালিয়ে যান।
স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে ট্রলিটিতে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ মিছিল করেন।
বিজ্ঞাপন
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এনএফ