বাবার সামনে সড়কে নিভে গেল শিশু সন্তানের প্রাণ
বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় বাবার চোখের সামনেই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। রোববার (২০ মার্চ) দুপুরে আমতলীর কেওয়াবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু তাসকিন হোসেন (৫) পটুয়াখালীর বাঁধঘাট এলাকার আবুল হোসেনের ছেলে। তাসকিন মায়ের সঙ্গে আমতলীর কেওয়াবুনিয়ায় নানার বাড়ি থাকত। সে কেওয়াবুনিয়া সরকারির প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিজ্ঞাপন
জানা যায়, রোববার দুপুরে তাসকিনকে আনতে স্কুলের সামনে যান তার বাবা। দুপুর ১২টার দিকে স্কুল ছুটি হলে তাসকিন রাস্তায় বের হয়ে একটু দূরে তার বাবাকে দেখতে পায়। দ্রুত বাবার কাছে যাওয়ার জন্য রাস্তার পাশ দিয়ে দৌড় দেয় সে। এমন সময় পটুয়াখালী থেকে আসা একটি বাস তাকে চাপা দিয়ে যায়। বাবা আবুল হোসেনের চোখের সামনেই ঘটনাস্থলে মৃত্যু হয় তাসকিনের। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত শিক্ষার্থী তাসকিনের বাবা আবুল হোসেন বলেন, বাবার কাছে সন্তানের মৃত্যুর মতো কষ্ট এ জগতে আর নেই। আমার বাবা তাসকিন আমাকে দেখেও আমার কোলে উঠতে পারল না। আমার চোখের সামনে বাসটি আমার ছেলেকে চাপা দিয়ে মেরে চলে গেল। আমি এখন কী নিয়ে বাঁচব বলেই গগনবিদারী কান্নায় ভেঙে পড়েন তিনি।
বিজ্ঞাপন
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত আছে।
এনএ