নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূর থেকে মরদেহটি উদ্ধার করে কোস্টগার্ডের সদস্যরা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার করা লাশটি একজন যুবকের। তার বয়স আনুমানিক ৩০ বছর। পরনে গ্যাবাডিং প্যান্ট ও হাফ হাতা টি-শার্ট রয়েছে। তবে লাশের পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি। এ নিয়ে এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হলো।

এর আগে রোববার দুপুর আড়াইটার দিকে মুন্সিগঞ্জগামী এম এল আফসার উদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চকে সিটি গ্রুপের এমভি রুপসী-৯ নামের কার্গো জাহাজ ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে ডুবে যায়। এই লঞ্চডুবির ঘটনায় সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন নারী, দুইজন শিশু, দুইজন পুরুষ রয়েছে। এ ঘটনায় এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন।

উদ্ধার করা মরদেহের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মুন্সিগঞ্জের ইসলামপুর এলাকার মৃত জুলফিকার আলীর ছেলে জয়নাল (৫৫), মুন্সিগঞ্জের দিন ইসলামের স্ত্রী আরিফা বেগম (৩৫) ও তার ১৫ মাস বয়সী ছেলে সন্তান সাফায়েত। নারায়ণগঞ্জ নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির এ তথ্য নিশ্চিত করেছেন।

এসপি